বাংলালিংকের একটা এড আছিল না দিন বদলের চেষ্টা? দিন অনেক বদলায় গেছে । একেবারে আমাদের চিন্তার বাইরে বদলাইয়া গেছে ।  মানুষ মরলে মরা মানুষের লগে গিয়া এখন সেলফি তুলা হয় । সেইটা আবার ফেসবুকে আনন্দের সাথে শেয়ারও হয়। লেখা হয় উমুকের শেষ কৃত্যে আমি তমুক । চিন্তা করেন কি পরিমাণ দিন বদলাই গেছে!  আমরা অনেক অ্যাডভান্সড হইছি । সত্যিই অনেক অ্যাডভান্সড । সব […]